হোম জাতীয় ভিসা ছাড়াই পাকিস্তান যেতে পারবেন সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীরা

ভিসা ছাড়াই পাকিস্তান যেতে পারবেন সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে।

অনুমোদিত চুক্তির খসড়া অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা একে অপরের দেশে ভিসা ছাড়াই প্রবেশ ও নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন