স্পোর্টস ডেস্ক:
চার বছর পর আগামী বছর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বসবে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশ জুড়ে আয়োজিত হবে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ফিফা বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ৪৮ দল, ম্যাচ হবে ১০৪টি। যেখানে পছন্দের দলের লড়াই দেখতে অপেক্ষায় রয়েছে অগণিত দর্শক। তবে গ্যালারিতে বসে সেই উৎসবের সাক্ষী হতে চাইলে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। কারণ আগামী মাস থেকেই শুরু হবে টিকিট বিক্রি। যেখানে সবার আগে টিকিট নিতে পারবেন ভিসা কার্ডধারীরা।
বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট কোম্পানি ভিসা হলো ফিফার অফিসিয়াল পেমেন্ট টেকনোলজি পার্টনার। তাই ফিফা আসন্ন বিশ্বকাপের প্রথম ধাপের আগাম টিকিট বিক্রিতে শুধু ভিসা কার্ডধারীদের জন্যই বরাদ্দ করেছে। বিষয়টি সম্প্রতি এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
আগেই জানা গিয়েছিল, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে আগামী বছরের জুলাইতে উত্তর আমেরিকাতে বসতে যাওয়া আসরের আগাম টিকিট বিক্রি। ইতিমধ্যে বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগাম টিকিট প্রত্যাশীদের ‘ফিফা আইডি’ তৈরি করে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। এরপর ১০ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অংশ নিতে হবে ‘ভিসা প্রি-সেল ড্র’-তে। ড্র শেষে যারা নির্বাচিত হবেন, তাদের জানিয়ে দেওয়া হবে ইমেইলে, সেপ্টেম্বরের শেষে। ফিফা নির্ধারিত একটি নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে তারা টিকিট কিনতে পারবেন ওয়েবসাইট থেকেই। অবশ্যই শর্ত থাকবে টিকিট প্রাপ্যতা সাপেক্ষে।
এদিকে প্রথম ধাপে সুযোগ না পেলে হতাশ হওয়ার কিছু নেই। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের টিকিট বিক্রি হবে একাধিক ধাপে। পরবর্তী ধাপের বিস্তারিত তথ্য প্রকাশ পাবে সেপ্টেম্বর মাসেই। এছাড়া অফিশিয়াল টিকিটের বাইরেও থাকছে ফিফা হসপিটালিটি প্যাকেজ, যেখানে থাকছে ম্যাচ টিকিটসহ বাড়তি সুবিধা। এই প্যাকেজ পাওয়া যাচ্ছে FIFA.com/hospitality সাইটে।
তবে এটা নিয়ে সতর্কও করেছে ফিফা। জানিয়ে অফিশিয়াল সাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে এই টিকিট বা প্যাকেজ কেনা হলে তা বাতিল হয়ে যেতে পারে। তবে টিকিট হাতে পেলেই যে মাঠে পৌঁছানো যাবে, বিষয়টা এত সহজ নয়। তিন আয়োজক দেশের (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) প্রবেশনীতি ও ভিসা সংক্রান্ত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ফিফা।