খেলাধূলা ডেস্ক :
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ক্যাচ ছেড়ে ‘ভিলেন’রূপে আবির্ভূত হয়েছিলেন ভারতের আর্শদীপ সিং। সেই আর্শদীপই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক স্পেল করেছেন, ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনি নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। বলা বাহুল্য, ১৬০ রানের লক্ষ্য পাওয়া ভারত এ ম্যাচে জিতলে ভারতীয় সমর্থকদের কাছে ‘হিরো’ হয়েই থাকবেন তিনি!
এশিয়া কাপে আর্শদীপ যখন পাকিস্তানের আসিফ আলির ক্যাচ ড্রপ করেন, তখন ম্যাচের ফিফটি-ফিফটি অবস্থা। ১৫ বলে জয়ের জন্য বাবর আজমদের দরকার ছিল ৩১ রান। প্রাণ পাওয়া আসিফ শেষ পর্যন্ত ৮ বলে করে দিয়ে যান ১৬ রান। ফলে ম্যাচটা ঝুঁকে যায় পাকিস্তানের দিকে, ৫ উইকেটের জয়ে সফলও হয় বাবর আজম বাহিনী। পরে ভারতীয়রা এই পেসারের তুমুল সমালোচনা শুরু করেন। শিখ ধর্মাবলম্বী আর্শদীপকে কেউ কেউ খালিস্তানি বলেও বুলিং করেন।
সেই আর্শদীপ রোববার (২৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে দলীয় দ্বিতীয় ওভার করতে এসে কাঙ্ক্ষিত সাফল্য পান। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। আর্শদীপ দলীয় চতুর্থ ওভার করতে এসে নেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট। ১১ বলে মাত্র ৯ রান করেন রিজওয়ান।
আর্শদীপ সিং আবার অ্যাটাকে আসেন ইনিংসের ১৭তম ওভারে। উইকেটে তখন ছিলেন হার্ডহিটার আসিফ আলি। আসিফ স্ট্রাইক দেন মাসুদকে, মাসুদ আবার আসিফকে। পরের বলেই সিংয়ের বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন আসিফ। ৩ বলে তিনি করেন ২ রান। যদিও শেষ পর্যন্ত ১৫৯ রানের সংগ্রহ পেয়ে যায় পাকিস্তান।
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে আর্শদীপের অভিষেক হয় এ বছরের জুলাইয়ে। ১৪ ম্যাচে এখন পর্যন্ত তিনি নিয়েছেন ২২ উইকেট। তার বোলিং গড় ১৮.৫৪ ও ইকোনমি ৮.১৩। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩৭ ম্যাচে আর্শদীপ নিয়েছেন ৪০ উইকেট।