স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠের বিশ্বকাপে উড়ন্ত সময় কাটাচ্ছে ভারত। দলের মতো ব্যাট হাতে উড়ছেন অধিনায়ক রোহিত শর্মাও। গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। সেই ধারাবাহিকতায় রোববার (১২ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষেও অনবদ্য এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক।
এবারের বিশ্বকাপের প্রায় সব ম্যাচেই ভারতকে ঝোড়ো শুরু এনে দিয়েছেন রোহিত। নেদারল্যান্ডসের বিপক্ষেও সেই একই রূপে দেখা গেছে তাকে। চার-ছক্কার ফুলঝুরিতে করেন ৬১ রান। এই ইনিংসে রোহিত ছক্কা মেরেছেন দুটি। এই দুই ছক্কায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক।
ডি ভিলিয়ার্সকে টপকে ওয়ানডে ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন রোহিত। ২০১৫ সালে ৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সেই রেকর্ডটা এবার ভেঙে দিয়েছেন ভারতের অধিনায়ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ২ ছক্কা মারায় চলতি বছরে রোহিতের ছক্কার সংখ্যা এখন ৬০টি।
এক বছরে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ৫৬টি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। ২০১৯ সালে ৫৬টি ছক্কা হাঁকান তিনি। ৪৮ টি ছক্কা হাঁকিয়ে তালিকার চতুর্থ অবস্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ৪৭ ছক্কা নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।
এক বছরে সবচেয়ে বেশি ছয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের এউইন মরগান মেরেছিলেন ২২ ছক্কা। রোববার বিশ্বকাপে নিজের ২৩তম ছক্কা মেরেছেন রোহিত।