হোম জাতীয় ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে আবারও ধর্ষণ, গ্রেফতার ১

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর শুক্রবার (৬ আগস্ট) পুলিশ অভিযুক্ত দুইজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুটি এলাকার এক তরুণীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি প্রবাসীর সঙ্গে বিয়ে হওয়া ওই তরুণী এখন অন্তসত্ত্বা। এদিকে বুধবার (৩ আগস্ট) দুপুরে প্রবাসীর ওই স্ত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় কুটি বড়বাজার বড় সেতু এলাকা থেকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় বাদশা ও আলমগীর মিয়া।

পরে কুটি এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করা হয়। ওই গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার প্রতি নানা অত্যাচার নির্যাতনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি । তার সংসার ভাঙ্গারও উপক্রম হয়েছে বলে জানান তিনি।

ওই গৃহবধূ স্বামী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করে বলেন, তাদের বিচার না হলে ওরা আমার পরিবারের আরও ক্ষতি করবে। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার (৪ আগস্ট) কসবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ শুক্রবার বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন