তাজমুল, ঝিকরগাছা :
ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন, এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঝিকরগাছা পৌর যুবলীগের নেতাকর্মীরা
সকাল ১০টায় ঝিকরগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা জানান পৌর যুবলীগের নেতাকর্মীরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এর পর সন্ধা ৭টায় পৌর যুবলীগের অফিসে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সাথে যোগ দেন ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন।
এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল।
বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ আগামীর তরুণ প্রজন্মকে দেশ প্রেমে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি জামাত বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু করেছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য যুবলীগের প্রতিটা ইউনিটের নেতাকর্মীদের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক শাওন রেজা খোকা, পৌরযুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টু, রানা, মালেক গাজী, ইমামুল হোসেন, সোহাগ, মিন্টু, আরমান, বরি, কুরবান, সোহেল সহ আরো অনেকে।