হোম জাতীয় ভিডিও এডিটরের আড়ালে তুহিন আসলে ‘ভয়ংকর জঙ্গি’

জাতীয় ডেস্ক:

১৭ বছর নিজেকে আড়াল করেও শেষ রক্ষা আর হলো না। অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়ল ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জেএমবি সদস্য তুহিন। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

শুক্রবার (২৩ জুন) সংবাদ সম্মেলন সংস্থাটি জানায়, আইনশৃঙ্খলা বাহিনী থেকে বাঁচতে পরিচয় গোপন করে দীর্ঘদিন সংবাদমাধ্যমে কাজ করে আসছিল।

দেখে মনে হবে খুবই সাদাসিধা ও নরম প্রকৃতির মানুষ তুহিন। কিন্তু এই চেহারার পেছনে রয়েছে ভয়ঙ্কর এক পরিচয়। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন জঙ্গি সংগঠন জেএমবি সদস্য তুহিন।

ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গায় বোমা হামলার ঘটনায় ২০০৬ সালে তুহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। ঢাকায় এসে প্রথমে যাত্রাবাড়ী, পরে খিলগাঁও, উত্তরা, মহাখালীসহ বিভিন্ন জায়গায় থাকেন। গ্রেফতার এড়াতে বিভিন্ন সময় বাসা পরিবর্তন করেন। ১৭ বছর পালিয়ে থাকার পর বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

শুক্রবার সংবাদ সম্মেলন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০০৪ সালে জেএমবিতে যোগ দেয়ার পর প্রচারণা সেলের দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন প্রামাণ্যচিত্র তৈরি করে তরুণদের পথভ্রষ্ট করতে সক্রিয় ভূমিকা পালন করেন তুহিন।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে পরিচয় গোপন করে দীর্ঘদিন বিভিন্ন সংবাদমাধ্যমে ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছিলেন তুহিন। তার কাছ থেকে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলেন জানায় র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন