আন্তর্জাতিক ডেস্ক:
এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের ফ্যামিলি ও ভিজিট ভিসা বন্ধ রয়েছে। তবে নতুন নিয়মে চলতি বছরের ডিসেম্বরে এসব ভিসা পুনরায় চালু হতে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার (৬ আগস্ট) কুয়েত টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসা দেয়ার ক্ষেত্রে নতুন করে কী কী শর্ত থাকবে সেই প্রক্রিয়া প্রস্তুত। খুব শিগগিরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদের কাছে সেগুলো জমা দেয়া হবে।
নতুন নিয়মে দর্শনার্থীদের একটি বিশেষ কার্ড এবং স্বাস্থ্য বীমা পাওয়ার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোনো বাসিন্দার ভাই বা বোনের জন্য ভিসা দেয়া হবে না। স্বাস্থ্য বীমার ফি সর্বোচ্চ ৫০০ দিনার হতে পারে এবং ভ্রমণের সময়কাল এক মাসের বেশি হবে না। এ ছাড়া ভিসা ইস্যু করার ফি আগের চেয়ে ১০০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে।
কুয়েত টাইমস জানিয়েছে, নতুন শর্তের মধ্যে ভ্রমণকারীদের ভিসার মেয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগ করতে হবে। এরপরও যদি কেউ ত্যাগ না করে যারা ভিসার জন্য আবেদন করেছিলেন দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়াসহ আর্থিক এবং প্রশাসনিক শাস্তির মুখোমুখি হবেন।