কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের ইউনিয়ন পরিষদের সুভাগমন দায়িত্বভার গ্রহণ ও বিদায়ী চেয়ারম্যান মেম্বরদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৮ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবাগত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম ও মেম্বরদের এবং বিদায়ী চেয়ারম্যান নূর মোহাম্মাদ বিশ্বাস ও মেম্বরদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
ভাড়াশিমলা ইউনিয়নের নবাগত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান নূর মোহাম্মাদ বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খান আছাদুর রহমান, সাংবাদিক মাসুম হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা স্বজল মূখার্জী, জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি শেখ শাহাজালাল সহ ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বর ও সাবেক চেয়ারম্যান মেম্বরদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম আগামীতে ইউনিয়ন পরিষদ কে একটি মডেল ঝঁকঝকে ইউনিয়ন পরিষদ উপহার দিতে আজ থেকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার ইউনিয়নকে চোর মুক্ত ও দূর্নীতিমুক্ত করার লক্ষে সকল কাজে ইউনিয়বাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্যে দেয়া করবেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান জেলা ও উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইউনিয়নের গুরুত্বপূর্ন ব্যক্তিদের সাথে নিয়ে পরিষদ কক্ষে চেয়ারে বসেন। এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ও তার সামনের রাস্তায় সু-সজ্জিত আলোক সজ্জা করা হয়।