হোম খুলনানড়াইল ভাষা সৈনিক রিজিয়া খাতুন স্মরনে নাগরিক শোকসভা

ভাষা সৈনিক রিজিয়া খাতুন স্মরনে নাগরিক শোকসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন স্মরনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫ফেব্রুয়ারী) সন্ধ্যায় নড়াইল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শোকসভার আয়োজন করে নাগরিক শোকসভা ব্যবস্থাপনা কমিটি। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে শোকসভায় ভাষা সৈনিক রিজিয়া খাতুনের দুই কন্যা, দুই পুত্র এবং জামাতা উপস্থিত ছিলেন। বিদেশে থাকা নাতী এবং পৌত্র এর শোকবার্তা পাঠ করে শোনানো হয়।

নাগরিক শোকসভা ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক কাজী বশিরুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর রবিউল ইসলাম,কমরেড এড.নজরুল ইসলাম,অধ্যাপক মলয় নন্দী,ডা.মায়ারানী বিশ্বাস,এড.রবীন্দ্রনাথ রায়,রিজিয়া খাতুনের বড় ছেলে টিটভ জামাল,বড় মেয়ে ফিরোজা খাতুন,জামাতা নওরোজ মো.সাইদ,ছোটমেয়ে সতন্দ্রা বুলবুল,এড.রওশন আরা কবীর,শাহ আলম,অধ্যাপক মাহাবুবুর রহমান লিট,মাহফুদুল ইসলাম টুটুল।

রিজিয়া খাতুনের বাবা মোল্যা নুর জালাল ছিলেন তেভাগা আন্দেলনের নেতা আর স্বামী কমরেড আব্দুর রাজ্জাক প্রখ্যাত কমিউনিষ্ট নেতা। এই পরিবারে রিজিয়া খাতুনের তেভাগা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলনে তার ভুমিকা তাকে মহিয়সী নারী করে তুলেছে।
চলরতি বছরের ১৮ জানুয়ারী ৯৩ বছর বয়সে নড়াইলে এই মহীয়সী নারীর মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন