স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজ নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেয়েছিল টাইগাররা। তবে এরপর অল্প সময়ের ব্যবধানে দুই ওপেনারই সাজঘরে ফিরেছেন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে দুই উইকেটে ৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
আজ টস জিতে ব্যাট করর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন মিরাজ। একইসঙ্গে এটি তার শততম ওয়ানডে।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তামিম দেখেশুনে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলছেন সৌম্য। দুজনের ব্যাটে ভর করে নবম ওভারের শুরুতেই দলীয় ফিফটি পূরণ করে লাল-সবুজরা।
নবম ওভারে সৌম্যকে হারিয়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ২৪ রান করেন তিনি। মোহাম্মদ নবীর করা পরের ওভারে আউট হন তামিম। দুইবার জীবন পেয়েও ১৯ রানের বেশি করতে পারেননি এ ওপেনার।