জাতীয় ডেস্ক :
রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০ শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন রাজশাহীর শিশু আদালত-২।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছেন।
রাজশাহী শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা বলেন, মারামারিসহ ছোট ছোট অপরাধে এ শিশুরা অভিযুক্ত। আর কোনো অপরাধে জড়াবে না এমন শপথ পাঠসহ, ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদালত। আগামী ৬ মাস তারা সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার পর্যবেক্ষণ করবেন। এ সময় তারা দুইটি করে ভালো কাজ করবেন। ভালো কাজ করে তারা নিজেদের সংশোধন করবে।
