হোম রাজনীতি ভালো আছেন খালেদা জিয়া, এপ্রিলের মাঝামাঝি ফেরার সম্ভাবনা:মির্জা ফখরুল

ভালো আছেন খালেদা জিয়া, এপ্রিলের মাঝামাঝি ফেরার সম্ভাবনা:মির্জা ফখরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:
লন্ডনে ‘এখন ভালো’ আছেন, পরিবারের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া। এপ্রিলের মাঝামাঝি দেশে ফেরার সম্ভাবনা আছে বিএনপির চেয়ারপারসনের। (রবিবার ৩০) মার্চ দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।’

কবে আসবেন বিএনপি চেয়ারপারসন এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, নিশ্চিত না, তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।’

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। ‘খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে’ মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনও চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি, কারগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ তিনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না।’

তিনি যোগ করেন, ‘ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিলো সেই ঘরটা ছিলো স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইুঁদুর দৌড়াদৌড়ি করতো, এরকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম। এর পরেও, আমি বেশি বলতে চাই না। কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হবে যে সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে।’

২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস‌্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।

গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় অ্যায়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান, হিথ্ররো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।

১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্টিক কেনেডির তত্ত্বাবধানে। এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন