হোম আন্তর্জাতিক ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার দেশটির ভার্জিনিয়া টেক ক্যাম্পাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সময় রাত সাড়ে নয়টা নাগাদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই হামলা হয়। তখন ক্যাম্পাস চত্বরে একটি অনুষ্ঠান চলছিল। হামলার ঘটনার পর ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, হামলাস্থল থেকে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে বেশ কয়েক ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

একইসঙ্গে শিক্ষার্থীদের ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়। গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন