হোম ফিচার ভারত সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘সবাই বলছে ভারত সফর সফল হবে, অথচ ভারত সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। ফারাক্কা চুক্তি, ছিটমহল চুক্তিসহ সব চুক্তি আওয়ামী লীগ সরকারই করেছে।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় কামরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে দেনা-পাওনার সম্পর্ক নয়। ভারতবিরোধী অপপ্রচার করছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচন হতে দেবে না, এমন রাজনীতি বিএনপি ২০১৪ সালেও করেছে, তাতে কোনো লাভ হয়নি। নির্বাচনের নামে ২০১৮ সালে তামাশা করেছিল বিএনপি। নির্বাচন হবে সংবিধান মেনেই। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপিকে সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানান তিনি।

সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, এবার নির্বাচনে না এলে বিএনপি পালানোর সুযোগ পাবে না, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

এ সময় তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে বিএনপির সঙ্গে কোনো সমঝোতা হবে না। নির্বাচন ব্যবস্থা কীভাবে ধ্বংস করা যায়, তার চেষ্টা করছে তারা। নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত বিএনপি মানে না। তাদের ভাড়াটিয়া বুদ্ধিজীবীরাও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানে না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির জন্মই হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। পাকিস্তানি কায়দায় জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। এতে জনগণ বিভ্রান্ত হবে না। মিথ্যাচার বিএনপির একমাত্র পুঁজি।

বিএনপি আবারও পরিকল্পিতভাবে সন্ত্রাসের দিকে হাঁটছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, বিএনপি পুলিশকে উসকানি দিচ্ছে। তারা সরকারকে টেনেহিঁচড়ে নামাতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বসে থাকবে?

এ সময় তিনি বলেন, বিদেশিদের প্রভাবিত করে কোনো দাবিদাওয়া আদায় করা যাবে না। বিএনপিকে সোজা পথে আসার আহ্বান জানান কামরুল ইসলাম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি নির্বাচন মানে না। জোর জবরদস্তি করে ক্ষমতায় যেতে চায়।

তিনি আরও বলেন, ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি। শেখ হাসিনা দেশের স্বার্থে সবকিছু আদায় করে আনবেন। দেশের স্বার্থ বিকিয়ে কাউকে কিছু দেবেন না। শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে কখনো আপস করেন না।

মায়া বলেন, সহ্যের বাঁধ ভেঙে গেছে। নির্বাচন নিয়ে খেলার চেষ্টা করবেন না। জনমনে বিভ্রান্তি ছড়াবেন না। বিএনপিকে পাবনা না পাঠানো পর্যন্ত জনগণ নিরাপদ নয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন