আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় এক প্রবীণ সেনার জীবন বাঁচাতে নিজেদের বিমান মোতায়েন করে পুনে থেকে দিল্লিতে ‘লিভার’ নিয়ে যান দেশটির বিমান বাহিনীর (আইএএফ) কয়েকজন সদস্য। আর সেই লিভার প্রতিস্থাপনের মাধ্যমে পুনরায় জীবন ফিরে পান ওই সেনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, প্রবীণ এক সেনার প্রাণ বাঁচাতে দিল্লির আর্মি হাসপাতালের চিকিৎসকদের একটি দলকে বিমানে করে নিয়ে আসা হয় পুনেতে। সেখান থেকে ওই চিকিৎসকরা লিভারটি নিয়ে ফিরে যান দিল্লীতে। সেখানে আর্মি হাসপাতালে (আরএন্ডআর) ওই প্রবীণ সেনার অস্ত্রোপচার করা হয়। এর ফলে প্রাণ ফিরে পান ওই প্রবীণ সেনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত ২৩ ফেব্রুয়ারি খুবই সংক্ষিপ্ত নোটিশে এই মিশন পরিচালনা করা হয়।
বিমান বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে সংক্ষিপ্ত নোটিশে আইএএফ ডর্নিয়ার বিমান মোতায়েন করা হয়। কারণ ওই বিমানে করে লিভার প্রতিস্থাপনের জন্য দিল্লি থেকে ডাক্তারদের পুনেতে নিয়ে যাওয়া হয়। তারপর তারা সেখান থেকে দিল্লিতে লিভার নিয়ে আসেন।
পরবর্তীতে ট্রান্সপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে ওই সেনার জীবন রক্ষা হয় বলেও জানায় বিমান বহিনী।