হোম আন্তর্জাতিক ভারত বা অন্য কোথাও নয়, আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে: ট্রাম্প

ভারত বা অন্য কোথাও নয়, আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে: ট্রাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ওপর ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৩ মে) ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি হবে, সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে।

গত মাসে রয়টার্স জানিয়েছিল, চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-শৃঙ্খল উদ্বেগ এবং আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অ্যাপল ভারতকে একটি ‘বিকল্প উৎপাদন কেন্দ্র’ হিসেবে স্থান দিচ্ছে।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের বেশিরভাগ স্মার্টফোন ভারত থেকে আসবে। তবে এর মধ্যেই ট্রাম্প নিজ দেশে ফোনগুলো উৎপাদনের ওপর জোর দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি তাদের আইফোনগুলো- যেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি হবে, সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫% ট্যারিফ দিতে হবে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন সতর্কবার্তার পরপরই প্রি-মার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম ২.৫% কমে যায়। যার ফলে মার্কিন স্টক ইনডেক্স ফিউচারের দাম কমে যায়।

এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন