হোম আন্তর্জাতিক ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি জেট ভূপাতিত হয়েছে: ট্রাম্প

ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি জেট ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত এপ্রিলে ইসলামপন্থি জঙ্গিদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি জেট বিমান ভূপাতিত হয়েছে। তবে মে মাসে যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউজে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন পক্ষের জেট ভূপাতিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আসলে আকাশ থেকে বিমানগুলো গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা, তবে আমি মনে করি পাঁচটি জেট ভূপাতিত হয়েছিল।’ তবে তিনি আর কোনও ব্যাখ্যা দেননি।

পাকিস্তান দাবি করেছে, তারা আকাশযুদ্ধে ভারতের পাঁচটি জেট ভূপাতিত করেছে। মে মাসের শেষ দিকে ভারতের শীর্ষ জেনারেল জানান, সংঘাতের প্রথম দিনে বিমানবাহিনীতে ক্ষতির মুখে কৌশল বদলে ভারত পাল্টা সুবিধা অর্জন করে এবং তার তিন দিন পর যুদ্ধবিরতি কার্যকর হয়।

ভারতও দাবি করেছে, তারা পাকিস্তানের ‘কয়েকটি বিমান’ ভূপাতিত করেছে। তবে নিজেদের বিমান ভূপাতিত বা হারানোর বিষয়টি ইসলামাবাদ অস্বীকার করেছে। যদিও তারা স্বীকার করেছে যে তাদের বিমান ঘাঁটিগুলোতে হামলা হয়েছে।

ট্রাম্প বারবার দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধবিরতি তার মধ্যস্থতার ফল। উভয় দেশের সঙ্গে আলোচনা চালানোর পর, তিনি ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ভারত তার এই দাবির সঙ্গে একমত নয়। দেশটি বলেছে, ট্রাম্পের হস্তক্ষেপ বা বাণিজ্য আলোচনার হুমকির কারণে যুদ্ধবিরতি হয়নি।

নয়াদিল্লির অবস্থান হলো—বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই ভারত ও পাকিস্তানকে তাদের সমস্যা সরাসরি নিজেদের মধ্যে সমাধান করতে হবে।

ভারত এখন যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের নির্ভরযোগ্য হয়ে উঠছে। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশ।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এপ্রিলে হওয়া হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনা পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে বহু পুরোনো দ্বন্দ্বকে আবারও উসকে দেয়।

নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। যদিও ইসলামাবাদ দায় অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। ওয়াশিংটন হামলাটির নিন্দা জানালেও ইসলামাবাদকে সরাসরি দোষারোপ করেনি।

৭ মে ভারতীয় জেট বিমান সীমান্ত পেরিয়ে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালায় বলে জানায় নয়াদিল্লি। এর পর দুই দেশের মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারির মাধ্যমে পাল্টা হামলা শুরু হয়। যাতে বহু মানুষ নিহত হয়, যতক্ষণ না যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন