অনলাইন ডেস্ক:
ভারত থেকে দ্বিতীয় চালানে আসছে আরও ২৭ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল। আগামী ১০ জানুয়ারি এসব চাল বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের উপনিয়ন্ত্রক মো. সহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতর সূত্র জানিয়েছে, ভারত থেকে চাল আমদানির চুক্তির আওতায় মোট ২ লাখ মেট্রিক টন চাল দেশে আমদানির কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে গত ২৬ ডিসেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’ বন্দরের ১১ নম্বর জেটিতে পৌঁছার পর চাল খালাস সম্পন্ন হয়।
আগামী ১০ জানুয়ারি ভারত থেকে দ্বিতীয় চালানের জাহাজ ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত থেকে চাল নিয়ে আরও একটি জাহাজ আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে জাহাজে চাল লোড করা হচ্ছে। আগামী ৬ ও ৭ জানুয়ারি চাল বহন করা জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছাতে তিন দিন সময় লাগে।’