হোম খেলাধুলা ভারত-উইন্ডিজকে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক:

পাঁচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বল্প সংগ্রহ নিয়েও ভারতকে ৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের বিজয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আইসিসি। স্লো ওভার রেটের কারণে তাদের করা হয়েছে জরিমানা। একই কারণে জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াদেরও।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

নির্ধারিত সময়ের তুলনায় ক্যারিবীয়রা পিছিয়ে ছিল ২ ওভার। যার কারণে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে এক ওভার পিছিয়ে থাকায় ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই অধিনায়ক রভম্যান পাওয়েল ও পান্ডিয়া নিজেদের ভুল স্বীকার করে নেয়ার কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে ভারত। শেষ ওভারে জয়ের জন্য তারা প্রয়োজনীয় ১০ রান সংগ্রহ করতে ব্যর্থ হয়।

টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াডে রাখা হয়নি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো অভিজ্ঞদের। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ৬ আগস্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন