হোম বিনোদন ভারতে ‘সুড়ঙ্গ’ মুক্তি প্রসঙ্গে যা বললেন প্রযোজক

বিনোদন ডেস্ক:

পরিচালক রায়হান রাফীর সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবারের কোরবানির ঈদে। তবে সিনেমাটি ভারতে মুক্তি পাবে কিনা সেটি নিয়ে সংশয়ে আছেন সিনেমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল। জানিয়েছেন, সিনেমাটি ভারতে মুক্তি পাবে কিনা এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শাকিল আরও জানান, এরজন্য আগামী রোববার (১৮ জুন) পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিক বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। রুপালি পর্দায় নিশোর নায়িকা হিসেবে রয়েছেন তমা মির্জা। সঙ্গে রয়েছেন এপার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

নির্মাতা রাফির এ সিনেমায় চমক হিসেবে সিনেমার একটি গানের দৃশ্যে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন