হোম আন্তর্জাতিক ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে পরিস্থিতিতে তিনি দেশটিতে এসেছেন, সেটিই এখন তার ভবিষ্যৎ অবস্থানের ক্ষেত্রে মূল বিষয়। শনিবার এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী ও সম্পাদক রাহুল কনওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর এ মন্তব্য করেন।

১৫ বছর ক্ষমতায় থাকার পর গত বছরের আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। শতাধিক মানুষের প্রাণহানি ও হাজারো মানুষের আহত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন। ৭৮ বছর বয়সী হাসিনাকে গত মাসে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে তার সরকারের দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন।

জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা কি যত দিন ইচ্ছা তত দিন ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি বলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন। আমার মনে হয়, সেই পরিস্থিতিই ভবিষ্যতে তার জন্য কী হবে সেটা নির্ধারণে ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের দিকে আলোকপাত করতে গিয়ে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশটিতে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন, তারা অতীতে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিলেন।

জয়শঙ্কর বলেন, যদি সমস্যা নির্বাচনই হয়ে থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ জানিয়ে জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশকে ভালো দেখতে চাই। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যা-ই বেরিয়ে আসুক, আমি মনে করি তা সম্পর্কের প্রতি ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গি আনবে এবং আশা করি পরিস্থিতি আরও উন্নত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন