স্পোর্টস ডেস্ক:
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আইসিসির কাছে লিখিত নিরাপত্তার প্রতিশ্রুতি চেয়েছে পাকিস্তান। নিরাপত্তা নিয়ে আইসিসির প্রতিশ্রুতি পাওয়ার পরই ভারতের মাটিতে বাবর আজমদের পাঠানো হবে বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা প্রতিনিধি দলের ভেন্যু পর্যালোচনার পর আইসিসি ও ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)সঙ্গে বৈঠক করবে পিসিবি। এমন খবর ভারতীয় গণমাধ্যমে।
চলতি বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু সেখানে খেলতে যাবে না ভারত। তাদের জন্য ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। এরপর এশিয়া কাপ নিয়ে শঙ্কা কাটে, এশিয়া কাপ নিয়ে শঙ্কা কেটে গেলেও ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা।
পাকিস্তান দলের ভারত সফরের বিষয়টি নিশ্চিত হবে সরকারের ছাড়পত্র পাওয়ার পর। দলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই ছাড়পত্র দেবে পাকিস্তান সরকার। এরই মধ্যে পাকিস্তানের কয়েকজন মন্ত্রীকে সদস্য করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে দেশটির নীতি-নির্ধারকরা। বিশ্বকাপে বাবর আজমদের অংশগ্রহণ নিয়ে পিসিবির সঙ্গে বৈঠকে বসে উচ্চ পর্যায়ের কমিটি।
কিছু গণমাধ্যমের তথ্যমতে, আগস্টে ভারতে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার পর বিসিসিআই ও আইসিসির সঙ্গে বৈঠক করবে পিসিবি। এখানেই শেষ নয়, নিরাপত্তা নিশ্চিত করে পাকিস্তানকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে আইসিসির। সেটার প্রেক্ষিতেই বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান।
৫ অক্টোবর ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। সূচি ঘোষণার আগে থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পিসিবি। নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি ছিল না পিসিবি। যদিও পাকিস্তানের দাবি না মেনেই ১৫ অক্টোবর আহমেদাবাদে রাখা হয়েছিল ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। পরবর্তীতে নবরাত্রির জন্য দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নেয়া হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। এমনকি পরিবর্তন আসতে পারে পাকিস্তানের আরও দুটি ম্যাচে।