আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের তালিকায় বাংলাদেশিরা আবারও শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। তারা জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে যাওয়া মোট বিদেশী পর্যটকের উল্লেখযোগ্য একটি অংশ গেছেন বাংলাদেশ থেকে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারতীয় কর্তৃপক্ষ। তারপর পরিস্থিতি বদলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। তবে সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশটিতে আবারও বাংলাদেশি পর্যটক বাড়তে শুরু করেছে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, বিদেশী পর্যটকদের তালিকায় গত এপ্রিলে শীর্ষ পাঁচ দেশের মধ্যে আবার ঢুকে পড়েছে বাংলাদেশ। ওই মাসে ভারতে যান প্রায় ২৯ হাজার বাংলাদেশি।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার বাড়ানো হয়েছে। প্রতিদিন গড়ে ভিসা ইস্যু হচ্ছে দেড়-দুই হাজার।
ভিসা কেন্দ্রগুলোর তথ্যমতে, বাংলাদেশীদের জন্য ১৪ ধরনের ভিসা দেয় ভারত। সেগুলো হলো বিজনেস, কনফারেন্স, ডিপ্লোমেটিক, এমপ্লয়মেন্ট, ইমার্জেন্সি, এন্ট্রি, জার্নালিস্ট, মেডিকেল, মিশনারিজ, রি-ইন্টার, রিসার্চ, স্টুডেন্ট, টুরিস্ট ও ট্রানজিট ভিসা। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে টুরিস্ট ছাড়া বাংলাদেশীদের সব ধরনের ভিসাই দেয়া হচ্ছে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এপ্রিলে দেশটিতে ৬ লাখ ২৬ হাজার বিদেশী ভ্রমণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ দশমিক ৩ শতাংশ ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এরপর যথাক্রমে রয়েছেন যুক্তরাজ্য (১৩ দশমিক ৫ শতাংশ), অস্ট্রেলিয়া (৬ দশমিক ১ শতাংশ), কানাডা (৪ দশমিক ৮ শতাংশ) ও বাংলাদেশের (৪ দশমিক ৬ শতাংশ) নাগরিক।
এদিকে ভারতে ভ্রমণে যাওয়া বিদেশি পর্যটকদের একটি বড় অংশই আবার ভারতীয় বংশোদ্ভূত।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এপ্রিলে ভ্রমণে যাওয়া পর্যটকদের ২৯ দশমিক ৫ শতাংশই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। হিসাবটি আমলে নিলে দেখা যাবে, ওই সময়ে ভারতে ভ্রমণ করা প্রকৃত বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের হার আরও বাড়বে।