হোম অন্যান্যসারাদেশ ভারতে পাচারের সময় সাতক্ষীরা শহর থেকে ৭ পিচ স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি :

ভারতে পাচারের সময় সাতক্ষীরা শহর থেকে ৭ পিচ স্বর্ণের বারসহ মাহবুব উদ্দিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাহবুব উদ্দিন (৪০) মানিকগঞ্জ জেলার সিংহই থানার ফরহাদ উদ্দিনের ছেলে।

সাতক্ষীরা সদর থানর পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে আনা স্বর্ণের একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা শহরের লাবনি মোড়স্থ হাজি মার্কেটের সামনে সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মাহবুব পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার দেহে তল্লাশী করা হলে তার প্যান্টের বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ টাকা। ঘটনা স্থলে এ সময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি মাহবুব উদ্দিন মানিকগঞ্জ জেলার শীর্ষ স্বর্ণ চোরাকারবারি বলে জানা গেছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটক চোরাকারবারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন