হোম আন্তর্জাতিক ভারতে ‘ধর্মীয় বৈষম্য’ নেই: মোদি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের কথা অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সংখ্যালঘুরা নিগৃহীত হচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতিবেদন প্রকাশ করা সত্ত্বেও মোদি ধর্মীয় বৈষম্যের অস্তিত্ব অস্বীকার করেন।

এরআগে ব্রিফিংয়ের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ এক হয়ে কাজ করবে।

এ সময় অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অকাসের গুরুত্ব তুলে ধরে বাইডেন বলেন, খাদ্য, জ্বালানি সংকট সমাধানে এবং শান্তিপূর্ণ বিশ্বের জন্য একসঙ্গে কাজ করবে দুই দেশ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হোয়াইট হাউসে বৈঠকের সময় তিনি মানবাধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে মোদির সঙ্গে আলোচনা করেছেন।

নরেন্দ্র মোদি তার বক্তব্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, তাকে যে সম্মান জানানো হয়েছে তা ১৪০ কোটি ভারতীয়র, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৪০ লাখ ভারতীয়র।

ভারতের সংখ্যালঘুদের নৈতিক অধিকারের প্রশ্নে মোদি বলেন, ভারতে সরকার চলে সংবিধানের ভিত্তিতে। গণতান্ত্রিক মূল্যবোধে বৈষম্যের কোনো স্থান নেই বলে জানান তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সংবিধান ও আমাদের সরকার এবং আমরা প্রমাণ করেছি গণতন্ত্র রক্ষা পারে। আমি যখন বলি রক্ষা করতে পারে তখন জাতি, ধর্ম, লিঙ্গ, সেখানে কোনো বৈষম্যের স্থান নেই (আমার সরকারে)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে করা তাদের প্রতিবেদনে, ভারতে মুসলিম, হিন্দু দলিত, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। পাশাপাশি সাংবাদিকদের ওপরও দমনপীড়ন চালানো হচ্ছে বলে উল্লেখ করেছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন