হোম আন্তর্জাতিক ভারতে ঈদগাহে আসা মুসল্লিদের ওপর সনাতনীদের ‘পুষ্প-বৃষ্টি’

ভারতে ঈদগাহে আসা মুসল্লিদের ওপর সনাতনীদের ‘পুষ্প-বৃষ্টি’

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের নির্বিঘ্নে এই উৎসব করার জন্য অন্যান্য স্থানের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। সেখানে এবছর দেখা গেলো ব্যতিক্রম এক দৃশ্য।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজস্থানের জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলিম জড়ো হন। তারা সেখানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় গেরুয়া পোশাক পরা কিছু লোক ঈদগাহে আসা মুসল্লিদের ওপর ফুল বর্ষণ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় হিন্দু মুসলিম ঐক্য কমিটি এই আয়োজন করে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। এতে দেখা গেছে, কাঁধে গেরুয়া কুর্তা পরিহিত ব্যক্তিরা মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করছেন।

সম্প্রতি সড়কে নামাজ পড়া নিয়ে ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতে আবহে ঈদুল ফিতর উদযাপন নিয়ে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছিল দেশটির কোথাও কোথাও। এই আবহে জয়পুরের এই সম্প্রীতির এমন দৃশ্য পরিস্থিতিকে অনেকটাই শান্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন