সংকল্প ডেস্ক:
ভারতে আটক থাকা পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শনিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার।
আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের নুর আলী বরকন্দাজের ছেলে হাফিজুল ইসলাম, আবু দাউদ গাজীর ছেলে হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের মৃত মেহেরউদ্দিন গাজীর ছেলে দিদারুল ইসলাম, নুর ইসলামের ছেলে নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের রহমান মোড়লের ছেলে ইসমাইল হোসেন।
দিদারুল ইসলামের স্ত্রী রেহানা বেগম লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের মে মাসের ১২ তারিখে কৈখালী ফরেষ্ট অফিস থেকে মধু সংগ্রহের পাশ নিয়ে ২০শে মে সুন্দরবনে প্রবেশ করে। এবং ২৪শে মে ভারতীয় গম্বুর নদী থেকে তাদেরকে ভারতের বনরক্ষীরা আটক করে ভারতের পশ্চিম বঙ্গের কোষ্টাল থানা হাজতে আটক রাখে। পরবর্তীতে বারুইপুর জেল খানায় আটক রেখেছে।
তারা যাতে ভারতীয় জেল থেকে মুক্তি পেয়ে নিজ নিজ পরিবারের নিকট ফিরে আসতে পারে সেই দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পরিবারের পক্ষ থেকে শ্যামনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এসময় অন্যান্য আটককৃতদের স্ত্রী সন্তানেরা উপস্থিত ছিলেন।জানা জায়, দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনেরা বন্দি থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা এবং আর্থিক সংকটে ভুগছে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তি দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও তারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।