আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের সশস্ত্র বাহিনীর নতুন সর্বাধিনায়কের (চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস) নাম ঘোষণা করা হয়েছে। প্রয়াত বিপিন রাওয়াতের জায়গায় সশস্ত্র বাহিনীর পরবর্তী সর্বাধিনায়ক করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (অবসরপ্রাপ্ত)। খবর এনডিটিভির।
গত বছরের (২০২১) মে মাসে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড চিফ হিসেবে অবসর গ্রহণ করেন ৬১ বছর বয়সী লেফটেন্যান্ট জেনারেল চৌহান। এরপর তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রায় ৪০ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর এবার তিন বাহিনীর সর্বোচ্চ পদে বসলেন লেফটেন্যান্ট জেনারেল চৌহান। একই সঙ্গে তিনি সেনা সচিব হিসেবেও কাজ করবেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আমৃত্যু চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন জেনারেল বিপিন রাওয়াতই। গত বছরের (২০২১) ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াতের মৃত্যু হয়। এরপর থেকেই শূন্য পড়ে ছিল চিফ অব ডিফেন্স স্টাফের পদটি।
সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে এই পদটিতে বসতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু জেনারেল নারাভানেকে টপকে এই পদ পেলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।
লেফটেন্যান্ট জেনারেল চৌহানকে গুরুত্বপূর্ণ এ পদে বসানোর আগে সিডিএস নিয়োগের বিধিসংশোধন করেছে ভারত সরকার। আগে চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতো শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে থেকে।
কিন্ত জেনারেল রাওয়াতের মৃত্যুর পর সেই নিয়ম সংশোধন করা হয়। সরকার জানায়, শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলরা নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও এই পদে বসতে পারবেন। শুধু তাদের বয়স ৬২ বছরের কম হতে হবে। সেই নিয়মেই অনিল চৌহান দেশের সেনা সর্বাধিনায়ক হলেন।
চিফ অব ডিফেন্স স্টাফ পদটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তিন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকে সিডিএসের ওপর।
