আন্তর্জাতিক ডেস্ক:
ভারত যদি প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সৌদি আরব পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
সাংবাদিক জানতে চান, এক দেশের ওপর আক্রমণের হলে অন্য দেশ সরাসরি সম্পৃক্ত হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। এতে কোন সন্দেহ নেই।’
তিনি উল্লেখ করেন, পাকিস্তান বা সৌদি আরব কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের নাম বা শর্ত দেয়নি।
তার কথায় এটি স্পষ্ট হয়, চিরশত্রু ভারত-পাকিস্তান যদি ভবিষ্যতে যুদ্ধে জড়ায় তবে সৌদি আরবও এতে জড়াবে। আসিফ বলেন, ‘এটি উভয় পক্ষের সরবরাহ করা একটি ছাতা – যদি কোনো পক্ষের বিরুদ্ধে আগ্রাসন দেখা দেয়, তবে যৌথভাবে এর বিরুদ্ধে প্রতিরক্ষা করা হবে এবং প্রতিক্রিয়া জানানো হবে।’
তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো ‘আক্রমণাত্মক’ চুক্তি নয়, বরং ন্যাটোর মতো একটি ‘প্রতিরক্ষামূলক’ ব্যবস্থা। অর্থাৎ কেবল আক্রান্ত হলেই আক্রমণ করা হবে।
তার মতে, ‘যদি আগ্রাসন দেখা দেয়, সৌদি আরবের বিরুদ্ধে হোক বা পাকিস্তানের বিরুদ্ধে, আমরা যৌথভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
তিনি আরও বলেন, পাকিস্তানও বেশ কিছুদিন ধরে সৌদি বাহিনীকে প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত। বহু দশক ধরে সৌদি আরবে পাকিস্তানের একটি বিশাল সামরিক ও বিমান বাহিনীর দল উপস্থিত রয়েছে।
খাজা আসিফ আরও বলেন, সৌদি আরবের পবিত্র ইসলামিক স্থানগুলোর সুরক্ষা পাকিস্তানের জন্য একটি ‘পবিত্র কর্তব্য’।
তথ্যসূত্র: ডন, এনডিটিভি