বাণিজ্য ডেস্ক :
ভারতের বাজারে প্রবেশ করতে সরকারি বিভিন্ন বাধার মুখে পড়েছে টেসলা। বিষয়টি নিজেই স্বীকার করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
সম্প্রতি টুইটারে ভারত থেকে টেসলার এক ভক্তের করা এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি।
টুইটারে ওই ভক্তের প্রশ্ন ছিল, ‘টেসলা কবে আসছে ভারতের বাজারে?’ জবাবে ইলন মাস্ক উত্তর দিয়েছেন, ‘(এ ব্যাপারে) সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে এখনও অনেক বাধার মধ্য দিয়ে যাচ্ছি’।
চলতি বছরই ভারতের বাজারে প্রবেশ করতে চেয়েছিল টেসলা। কিন্তু আমদানি করা গাড়ির ওপর ভারতের বিদ্যমান শুল্ক কাঠামোই এতে প্রধান বাধা বলে মনে করছে টেসলা। আমদানি করা গাড়ির ওপর বিশ্বের সবচেয়ে বেশি কর আরোপ করা দেশগুলোর একটি ভারত।
৩৯ হাজার ৯৯০ ডলার দামের টেসলার জনপ্রিয় মডেল থ্রি গাড়িটিকে যুক্তরাষ্ট্রের বাজারে ক্রেতাদের সাধ্যের মধ্যেই বলে মনে করা হয়। কিন্তু আমদানি শুল্কসহ একেকটি গাড়ির দাম ভারতের বাজারে ছাড়িয়ে যাবে ৬০ লাখ রুপি। এই দাম ভারতের সাধারণ ক্রেতাদের আয়ত্বের বাইরে বলেই মনে করা হয়।
অবশ্য ভারত সরকার টেসলার গাড়ির ওপর আমদানি শুল্ক কমানোর কথা বিবেচনা করছে বলে জানা গেছে। তবে সেক্ষেত্রে টেসলাকে ভারতে গাড়ি নির্মাণ প্লান্ট স্থাপনের শর্ত দেওয়া হয়েছে।