হোম আন্তর্জাতিক ভারতের নির্বাচন: মোদির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের মুখ হয়ে লড়বেন মল্লিকার্জুন খাড়গে!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আগামী নির্বাচনে নরেন্দ্র মোদির বিপরীতে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জনু খাড়গের নাম প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভারতের ২৬টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণে জোটের বৈঠকে জোট শরিক হিসেবে মল্লিকার্জুনের নাম প্রস্তাব করেন মমতা।

আগামী বছর এপ্রিম-মে মাসে ভারতের জাতীয় লোকসভা নির্বাচন। এর আগে দেশটিতে রাজনৈতিক নানা ঘটনার মধ্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাবের ঘটনা।

এরই মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাবে সমর্থন দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

যদিও যাকে প্রধানমন্ত্রীর ‘প্রজেক্ট’ করা হচ্ছে, সেই মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক বৈঠকে দিয়েছেন ‘জিতে আসার তত্ত্ব’। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেছেন, কে প্রধানমন্ত্রী হবে, সেটা পরে ঠিক হবে। আগে বিরোধীদের জিততে হবে।

এর আগে, মঙ্গলবার বিকেলে দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের সদস্যদের বৈঠক শুরু হয়। বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, কেজরিওয়াল ছাড়াও ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ শীর্ষ বিজেপি-বিরোধী মুখ।

তবে রাহুল গান্ধীর পাশে বসা থাকলেও, মমতা-রাহুলের দূরত্ব ধরা পড়েছে ছবিতে।

বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল গত এপ্রিলে, বিহারের পাটনায়। এরপর ব্যাঙ্গালুরু হয়ে মুম্বাইয়ে দ্বিতীয় ও তৃতীয় বৈঠক হয়। এবার চতুর্থ বৈঠকে আসন সমঝোতা হওয়ার কথা থাকলেও, তা হয়নি।

এমনকি বৈঠক নিয়ে যৌথ ব্রিফিং হওয়ার কথা থাকলেও, কংগ্রেস সভাপতিকে একাই সেটা করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে তিন রাজ্যে ভরাডুবির জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তুমুল সমালোচনার মুখে পড়েন। তখন রাহুল-সোনিয়া গান্ধী নিরব ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন