স্পোর্টস ডেস্ক:
রাজকোটে দারুণ একটা তিন কাটিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩২৬। দাপটের দিনে আক্ষেপ কেবল অভিষিক্ত সরফরাজ খানের।
মার্ক উডের তোপে তৃতীয় টেস্টের শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। ১০ রানে যশ্বসী জয়সওয়াল, শূন্য রানে শুভমান গিল ও ৫ রানে ফিরে যান রজত পতিদার। পতিদার ছাড়া বাকি ২টি উইকেটই নেন উড। পতিদারের উইকেট নেন টম হার্টলে। এরপর দেয়াল হয়ে দাঁড়ান রোহিত-জাদেজা। ব্যাটিং পিচের সুবিধা নিয়ে দুজনে গড়েন ২০৪ রানের বিশাল জুটি।
রোহিত ও জাদেজা দুজনই সেঞ্চুরি তুলে নেন। ১৩১ রান নিয়ে ব্যাট করার সময় উডের শর্ট বলে মিসটাইমিং করে ক্যাচ তুলে দেন রোহিত। প্রথম দিন শেষে ১১০ রানে অপরাজিত জাদেজা। ১৯৬ বলের ইনিংসে রোহিত ১৪টি চার ও ৩টি ছয় হাঁকান। জাদেজা ২১২ বলে ৯ চারের পাশাপাশি মেরেছেন ২টি ছক্কা।
রোহিত আউট হওয়ার পর দারুণ জবাব দিচ্ছিলেন দীর্ঘদিনের অপেক্ষা শেষে জাতীয় দলে সুযোগ পাওয়া সরফরাজ। শুরুর কয়েকটা বলে নার্ভাস হলেও ঘড়ির কাঁটা ঘুরার সঙ্গে সঙ্গে সপাটে ব্যাট চালাতে শুরু করেন তিনি। ওয়ানডে স্টাইলে খেলে একশর বেশি স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি করেন সরফরাজ। জাদেজার ভুল কলে রান নিতে গিয়ে রানআউট হন তিনি, ৬৬ বলে ৬২ রান করে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে।