হোম আন্তর্জাতিক ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩১ মাওবাদি নিহত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩১ মাওবাদি নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে মাওবাদির ৩১ সদস্য নিহত হয়েছে। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যের। আহত হয়েছেন দুই সেনা।

গোপন সূত্রের বরাতে রোববার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে অভিযান চালায় ভারতের নিরাপত্তাবাহিনী। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ জাতীয় উদ্যানে অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্রসহ অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে একইসঙ্গে বিরতিহীন গোলাগুলিও চলছে।

সম্প্রতি ছত্তিশগড়ের মাওবাদী-প্রভাবিত এলাকায় অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। দুই সপ্তাহ আগেও বিজাপুরের জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেসময় নিহত হয় ১২ মাওবাদি।

মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর মধ্যেই রোববার ভোরবেলা মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুক-যুদ্ধ শুরু হয় এবং ৩১ জন মাওবাদী নিহত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন