হোম খুলনাবাগেরহাট ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন ১২৮ জেলে

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন ১২৮ জেলে

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ
জসিম উদ্দিন:
বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে ১২৮ জন বাংলাদেশী জেলে। একই সাথে বাংলাদেশের কারাগারে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ফেরত পাঠানো হলো ভারতে। বাংলাদেশ  ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পর  বাংলাদেশী জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
শুক্রবার( ৩০ জানুয়ারি)  বিকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোন জোন এর সদর দপ্তরে বিসিজিএস জাহাজের অধিনায়ক  কমান্ডার শাহ্ কামরুজ্জামান, এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এর পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার(২৯ জানুয়ারি)   বঙ্গোপসাগরের পশ্চিম আইএমবিএল এলাকায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের হস্তান্তর-গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় ভারতে আটক থাকা এফবি আদিব ২,এফবি মায়ের দোয়া,এফবি নুরে মদিনা, এফবি আমিনা গনি ও এফবি আল্লাহ মালিক নামক ৫ টি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশী জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।
এর পর শুক্রবার(৩০ জানুয়ারী) বিকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোন এর সদর দপ্তর থেকে ১২৮ জেলেকে তাদের পরিবারের হস্তান্তর করা হয়। ফিশিং বোটগুলো মহাজনদের কাছে বুঝিয়েদেয়া হয়।
এদিকে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের  ১৮ এবং ২৩ অক্টোবর ২ টি ভারতীয় ফিশিং বোট ও ২৩ জন জেলেসহ আটক করে। বন্দি বিনিময় চুক্তির আওতায় এফবি  শুভ যাত্রা ও  এফবি অনি ২- নামক দুটি ফিশিং বোট ২৩ জন ভারতীয় জেলেকে  ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করে বাংলদেশ কোস্টগার্ড। ##
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন