হোম খুলনাসাতক্ষীরা ভারতের আগরতলার ঘটনায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ভারতের আগরতলার ঘটনায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশী সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা ও ভাংচুরের ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও লংমার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে থেকে একটি বিক্ষোভটি মিছিল বের করে হয়ে ভোমরা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট ভারত অভিমুখে এ লংমার্চ শুরু করে তারা। পরে ভোমরা জিরো পয়েন্টে শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ভারত অভিমুখে দাঁড়িয়ে “দিল্লি­ না ঢাকা, ঢাকা ঢাকা”, “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “গোলামী না আজাদী, আজাদী আজাদী” দালালী না রাজপথ, রাজপথ রাজপথ,”সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে বলেন। একই সাথে তারা বাংলাদেশী হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।
এ সময় সেখানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারিখ ইসলাম, সিয়াম হোসেন, সুহাইল মাহদীন সাদী, মুশফিকুর রহমান রিজভি, ওলিউল্লাহ ওমর, তাসনিম রাহাত, আল শাহারিয়ার রুমন, নাজমুল হাসান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন