হোম অন্যান্যলিড নিউজ ভারতীয় ইমিগ্রেশনের বাধায় কাশ্মীরের ১৫০ ছাত্র আটকে আছে বেনাপোলে

ভারতীয় ইমিগ্রেশনের বাধায় কাশ্মীরের ১৫০ ছাত্র আটকে আছে বেনাপোলে

কর্তৃক
০ মন্তব্য 121 ভিউজ

অনলাইন ডেস্ক :

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ভারতের কাশ্মীরের নাগরিকদেরকে ভারতে প্রবেশে বাধা দেওয়ায় ১৫০ জন শিক্ষার্থী আটকে আছে বেনাপোল চেকপোস্টে।

কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয় ওসব নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবেনা। ফলে বেনাপোল ইমিগ্রেশন তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি বা পাসপোর্টে সিল মারছে না। এ ঘটনায় ১৫০ জন ভারতীয় নাগরিক আটকে আছে বেনাপোল চেকপোস্টে।
আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। লেখাপড়া করেন বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা নিজ দেশ ভারতের কাশ্মীরে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন। কিন্তু কি কারণে দেশে প্রবেশ করতে পারছেন না তার জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেনও না।

সূত্র-ইত্তেফাক

সম্পর্কিত পোস্ট

মতামত দিন