হোম আন্তর্জাতিক ভারতীয় বিনিয়োগ আকর্ষণে দিল্লিতে তালেবানের বাণিজ্যমন্ত্রী

ভারতীয় বিনিয়োগ আকর্ষণে দিল্লিতে তালেবানের বাণিজ্যমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কাছ থেকে বৃহত্তর বিনিয়োগ ও পণ্য সুবিধা চেয়ে বুধবার নয়াদিল্লিতে পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ নূরুদ্দিন আজিজি। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পথ খুঁজছে। সেটির অংশ হিসেবে ভারতীয় বিনিয়োগকে আকর্ষণ করতে চাইছে কাবুল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মাসে ভারত কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করে তালেবানের সঙ্গে সম্পর্কের ধাপ উন্নীত করেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসলে দূতাবাসটি বন্ধ হয়ে যায়। চীনের সঙ্গে প্রভাব প্রতিযোগিতায় নয়া দিল্লি আফগানিস্তানে তাদের সহায়তাও বাড়াচ্ছে।

আফগান বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজিজি ভারতের বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ট্রানজিট রুটে আফগানিস্তানের ভূমিকা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকার কারণে আফগানিস্তান বর্তমানে শস্য, ওষুধ ও শিল্পপণ্যের প্রবেশাধিকার খুঁজছে। গত মাসে দু’দেশের সশস্ত্র সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন।

ভারত ইরানের চাবাহার বন্দর পরিচালনা করে। এর সঙ্গে আফগানিস্তানের স্থল যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র চাবাহার কার্যক্রম চালু রাখতে ভারতকে ছয় মাসের নিষেধাজ্ঞা ছাড়ও দিয়েছে। এতে কাবুলের করাচি বন্দরের ওপর নির্ভরতা কমছে।

গত ছয় মাসে ইরান হয়ে আফগানিস্তানের বাণিজ্য পৌঁছেছে ১.৬ বিলিয়ন ডলারে। যা পাকিস্তানের সঙ্গে ১.১ বিলিয়ন ডলারের লেনদেনের চেয়ে বেশি বলে রয়টার্সকে জানিয়েছে আফগান বাণিজ্য মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ লিখেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অগ্রগতি এই সফরের মূল লক্ষ্য। তিনি আজিজির দিল্লি পৌঁছানোর একটি ছবিও শেয়ার করেন।

ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও আগের তালেবান শাসনামলে তা ছিল না। বর্তমানে ক্ষমতায় থাকা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকৃতি দেয়নি দিল্লি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন