হোম খেলাধুলা ভারতীয় দলের কড়া সমালোচনায় ভন

খেলাধূলা ডেস্ক :

অন্যকে খোঁচাতে জুড়ি নেই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের। বিভিন্ন ইস্যুতে সরব থাকেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ভারতীয় দলের কড়া সমালোচনা করতেও ভোলেননি তিনি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) ইভেন্টে ভারতীয় ক্রিকেট দলের সবশেষ অর্জন ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেবার ইংল্যান্ডকে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। বার্মিংহামের সেই শিরোপা উঁচিয়ে ধরার স্মৃতিটাই শেষ ৯ বছরে একমাত্র সম্বল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

অ্যাডিলেডে বৃহস্পতিবার (১০ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জস বাটলারদের কাছে বিধ্বস্ত হয় টিম ইন্ডিয়া। এদিন বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে লড়াই-ই করতে পারেনি ভারতীয়রা!

ইংল্যান্ডের সামনে সব বিভাগে পরাজিত হয়েছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। শুরুতে ব্যাট করে ১৬৮ রান তোলে রোহিত শর্মা বাহিনী। জবাবে ৪ ওভার বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

টিম ইন্ডিয়ার এই হারের পর দলটির কড়া সমালোচনা করেছেন মাইকেল ভন। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ‘সাদা বলের ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে আন্ডারপারফর্মিং দল’ বলে অভিহিত করেন তিনি। ভন বলেন, ঘরের মাঠে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার পর থেকে একেবারে কিছুই অর্জন করতে পারেনি টিম ইন্ডিয়া।

দ্য টেলিগ্রাফের জন্য নিজের কলামে ভন লিখেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর থেকে কী করেছে ভরতীয় দল? কিছুই না। সাদা বলের ক্রিকেটে ভারত ইতিহাসের সবচেয়ে আন্ডারপারফর্মিং দল। বিশ্বের প্রতিটি খেলোয়াড়, যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যায়, তারা বলেন যে এটা তাদের খেলার উন্নতি করে। কিন্তু ভারত কখনো কি সেটা ডেলিভারি করেছে?’

তিনি বলেন, ‘তারা কীভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে, তা দেখে আমি হতবাক। তাদের খেলোয়াড় আছে, কিন্তু সঠিক প্রক্রিয়া নেই। কেন তারা প্রতিপক্ষের বোলারদের প্রথম পাঁচটি ওভারে চড়াও হতে দেয়?’

ভন বলেন, ‘তাদের সমালোচনা কেউ করতে চায় না। কারণ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে জড়িয়ে পড়বেন। পণ্ডিতরা ভারতে কাজ হারানোর বিষয়ে উদ্বিগ্ন থাকেন। তবে এটি সরাসরি বলার সময় এসেছে। তাদের বোলিং বিকল্পগুলো খুব কম এবং তাদের স্পিন কৌশলের অভাব রয়েছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন