স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে পাঁচটি ওয়ানডে খেললেও কখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে এই প্রথম জয়ের পরে ক্রিকেটাররা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করে। যেখানে বাংলাদেশের ছয় ক্রিকেটার র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
বোলারদের তালিকায় সেরা ১০০-তে জায়গা করে নিয়েছেন ভারতকে হারিয়ে ম্যাচসেরা পুরস্কার জেতা মারুফা আক্তার। তার অবস্থান ১০০ নম্বরে। তবে বাংলাদেশের হয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন। তিনি ২৫ ধাপ এগিয়ে ৭৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া স্পিনার নাহিদা আক্তার ৬ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন। ২ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে এসেছেন ফাহিমা খাতুন।
এ দিকে ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন ফারজানা হক। আর ৫ ধাপ এগিয়ে ফারজানার পরেই চলে এসেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্য দিকে ব্যাটার হিসেবে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের একে রয়েছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার।
