ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর- ৪ আসনের এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন শুক্রবার বিকেল চারটায় ইসমাইল মুন্সির এঁর সভাপতিত্বে স্থানীয় ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে কাপুরিয়া সদরদি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা উপভোগ করেন।
এ উপলক্ষে উক্ত খেলায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন ,ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান মুন্সীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে বলেন,বতর্মান সরকার দেশের খেলাধুলার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা ও উপজেলায় নতুন স্টেডিয়াম নির্মাণ করছে। এছাড়াও দেশের যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ হতে দূরে রাখার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, কে এম কলেজপার একাদশ ও আলগী ইউনিয়নের বড়দিয়া একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে বড়দিয়া একাদশ ১-০ গোলে জয়লাভ করে।