হোম জাতীয় ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

জাতীয় ডেস্ক :

পাবনার বেড়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিপন হোসেন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার রূপপুর ইউনিয়নের ঘোপসোলন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিপন ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।

রোববার (১৫ মে) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিপনের ছোট ভাইয়ের স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিলেন শিপন। এ নিয়ে কিছুদিন ধরে সৌরভের সঙ্গে শিপনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার রাতে শিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে ধারণা এলাকাবাসীর।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন