রাজনীতি ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমর্থিত ভাইয়া গ্রুপ ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সমর্থিত আম্মা গ্রুপের দ্বন্দ্বের জেরেই তৃণমূল বিএনপি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি অনেক আগেই আম্মা গ্রুপ ও ভাইয়া গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। তারেক রহমান লন্ডনে বসে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে দেশবিরোধী যে নেতৃত্ব দরকার তাদেরকে তিনি বেছে নিয়েছেন। তাই ভাইয়া গ্রুপের অত্যাচারে আম্মা গ্রুপ সাইড লাইনে চলে যাওয়ার বহি:প্রকাশই হচ্ছে এই তৃণমূল বিএনপি।
অদূর ভবিষ্যতে বিএনপির আরও অনেক নেতা এই অপরাজনীতি থেকে বের হয়ে আসবেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান।