অনলাইন ডেস্কঃ
এতটা ভালবাসা ভাইবোনদের জন্য! বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত তার বড়বোন রঙ্গোলি চান্দেলসহ চার ভাইবোনকে ৪টি ফ্ল্যাট কিনে দিয়েছেন। ভারতের চণ্ডীগড়ের অভিজাত পল্লিতে কেনা এই চারটি বাড়ির দাম প্রায় ৪ কোটি রুপির কাছাকাছি। খবর নিউজ এইটটিন।
জানা গেছে, হিমাচলের পাহাড়ি এলাকার বাসিন্দা কঙ্গনার ভাইবোনদের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শহরের মধ্যে, বিলাসবহুল বাড়িতে থাকার। ভাইবোনদের সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন এই নায়িকা। চণ্ডীগড় বিমানবন্দরের একেবারে কাছে, অত্যন্ত হাইপ্রোফাইল একটি এলাকায় বাড়িগুলো কেনা হয়েছে।