হোম রাজনীতি ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিউজ ডেস্ক:
কাউকে হুমকি দেওয়া যাবে না, বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙুল দেখাবেন, আমাদেরও সেই আঙুল আছে। আপনি একটা দেখালে আমরা দুইটা দেখায়ে দেবো-এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশ নিয়ে প্রতিপক্ষকে এই হুঁশিয়ারি দেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের ১৫ দিন আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর এবং সমাবেশে আক্রমণ হচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানি নেই। অথচ প্রতিপক্ষ বন্ধুরা সন্ত্রাস ও হুমকি দিয়ে যাচ্ছেন, এমনকি আমাদের নারী কর্মীদের মিটিংয়ে যাওয়ার সময় আক্রমণ করা হচ্ছে।

শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এসব সন্ত্রাসীদের ধরা দরকার। তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া চরম ঝুঁকির মধ্যে পড়বে।

প্রতিপক্ষের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ড’-এর প্রতিশ্রুতিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের মানুষ ১৮ কোটি, আর তারা কার্ড দেওয়ার কথা বলছে ৫০ কোটি। এসব কেবল মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল।

ক্ষমতায় যাওয়ার আগেই যারা মা-বোনদের গায়ে হাত দেয় বা হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে, তা সাধারণ মানুষকে এখনই বুঝে নিতে হবে বলে জানান তিনি।

এর আগে, এদিন সকালে চুকনগর এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন