হোম অন্যান্যসারাদেশ ভদড়ায় মুজিবশর্ত বর্ষিকী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা ভাদড়া ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিয়ালডাঙ্গ (এস ডি সংঘ) ২-১ গোলের ব্যবধানে ঘোনা ফুটবল একাদশকে পরাজিত করে। তার আগে দুই দলের মধ্যে আক্রমন-প্রতিআক্রমের মধ্যদিয়ে খেলা শুরু হয়। খেলার প্রথম অর্ধে ১৫ মিনিটে এস ডি সংঙ্গের ফরওয়ার্ড কামরুজ্জামান প্রথম গোল করে দলকে এগিয়ে নেন।

পরে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠে ঘোনা ফুটবল দল। পরে ২৫ মিনিটে আরো এককটি আত্মঘাতি গোল হজম করে ঘোনা ফুটবল দল। ফলে ২-০ গোলে প্রথম অর্ধে মাঠ ছাড়ে উভয় দল খেলার দ্বিতীয়ার্ধে আরো আক্রমন শুরু করে ঘোনা ফুটবল দল চাপ শামলাতে না পারায় ১টি গোল হজম করে এস ডি সংঘ। রেপারির শেষ বাসি বাজার আগ পর্যন্ত কোন দল আর গোল না করতে পারায় ২-১ গোলে ব্যবধানে মাঠ ছাড়ে উভয় দল।

ম্যাচটি পরিচালনা করেন হাফিজুর রহমান (হাফিজ), সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন একরামুল ইসলাম ও বদরুল আলম। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন চেয়ারম্যান শফিকুল ইসলাম (শ্যামল), ০২ নং কুশখালী ইউনিয়ন পরিষদ, ইউপি সদস্য টুটুল, প্রাক্তন খেলোয়ার আতিয়ার রহমান (আতি), গৌতম চক্রবর্তী (ভাইয়া), অরুন কুমার ঘোষ, শওকত আলী, সভাপতি, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, আব্দুল বারী প্রমুখ মিডিয়া পাটনার হিসাবে খেলাটি সরাসরি প্রচার করেন অনন্ত টিভি, ধারা বিবরণীতে ছিলেন ইকবাল হোসেন (রেডিও নলতা ৯৯.২)।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন