খেলাধূলা ডেস্ক:
বয়স বিবেচনায় বিশ্বের সেরা দশ দামি ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফুটবলের দলবদলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট। যেখানে বর্তমান বাজারমূল্যে সবচেয়ে দামি ফুটবলার লিওনেল মেসি। তালিকার দুইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো।
একদিন আগে ৩৬ বা তার বেশি বয়সী ফুটবলারদের বাজারমূল্যের একটি তালিকা প্রকাশ করেছিল ট্রান্সফারমার্কেট। যেখানে সর্বোচ্চ দামি ফুটবলার ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসরে খেলা ৩৮ বছর বয়সী এ তারকার বাজারমূল্য ১৫ মিলিয়ন ইউরো।
বয়সটা ৩৫ থাকায় সে তালিকায় ছিলেন না সময়ের অন্যতম সেরা তারকা মেসি। কিন্তু শনিবার (২৪ জুন) কাতার বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন ৩৬ বসন্তে পা রাখতেই পেছনে ফেলেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে। পিএসজি পর্ব শেষ করে ইন্টার মিয়ামিতে পাড়ি দেয়া এ তারকার বাজারমূল্য ৪৫ মিলিয়ন ইউরো।
তালিকার তিনে আছেন ৩৭ বছর বয়সী ক্রোয়েশিয়ান ও রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী তার বর্তমান বাজারমূল্য ১০ মিলিয়ন ইউরো। চারে আছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ৩৭ বছর বয়সী এ বিশ্বকাপজয়ীর বাজারমূল্য ৭ মিলিয়ন ইউরো। তার সমবয়সী স্পেন ও পিএসজি তারকা সার্জিও রামোসের বাজারমূল্য ৬ মিলিয়ন ইউরো।
তালিকার ছয়ে আছেন ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ। ৩৬ বছর বয়সী এ তারকার বাজারমূল্য ৪ মিলিয়ন ইউরো। তার সমবয়সী কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস ও উরুগুয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজেরও মূল্য একই। সমান বাজারমূল্য নিয়ে তালিকার নয়ে আছেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা, দশে আছেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড এডিন জেকো। দুজনেরই বয়স ৩৭।
বয়সের হিসেব বাদ দিলে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলালের তালিকায় যৌথভাবে আছেন নরওয়ের আর্লিং হলান্ড ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো। ১৫০ মিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে বিশ্বের তৃতীয় দামি ফুটবলার ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।