হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধের আল্টিমেটাম

জাতীয় ডেস্ক :

ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার, সকল ট্রেনের যাত্রাবিরতি, অবিলম্বে রেলস্টেশন হামলাকারীদের গ্রেপ্তারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূরের সভাপতিত্বে মানবন্ধনে বক্তৃতা করেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসিম বর্ধ্বন, সাংবাদিক নেতা দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতি তাণ্ডবের সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি পুড়িয়ে দেওয়া হয়। এরপর দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও স্টেশনটি চালু করা হয়নি। বর্তমানে সেখানে একটি মাত্র আন্তঃনগর ট্রেন ছাড়া অন্য কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে ৩২ লাখ লোকের এই জেলার সাধারণ মানুষ ঢাকা-চট্টগ্রাম-সিলেট যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছেন।

আগামী ৯ অক্টোবরের এর মধ্যে যদি ব্রাহ্মণবাড়িয়ায় সবধরনের ট্রেনের যাত্রাবিরতির না দেওয়া হয়, তাহলে রেলপথ অবরোধ করা হবে বলে আল্টিমেটাম দেওয়া হয়। এতে করে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য রেলপথ মন্ত্রণালয়কে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন