হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে কিশোর নিহত

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে খড়িয়ালায় ট্রাক্টর উল্টে খাদে পড়ে মো. রাকিব (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে খড়িয়ালার মহেশ রোডে এ ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত মুকাদ্দছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাকিব ট্রাক্টর নিয়ে ধান ক্ষেতের দিকে যাচ্ছিলেন। পথে মহেশ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ সে খাদে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় সে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাব্বির হোসাইন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই রোগী মারা গেছে। আমরা ইসিজি পরীক্ষায় তাকে মৃত ঘোষণা করেছি। বর্তমানে লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন