হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ, গ্রেফতার ২

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ মার্চ) দুপুরে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল মহল্লায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

জেলা ছাত্রদলের সদস্য সচিব মহসিন মিয়া হৃদয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে বিএনপি রাজপথে নেমেছে।’

এদিকে সমাবেশের যোগদানের আগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক পিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির নেতাকর্মীরা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গ্রেফতার দুই ছাত্রদল নেতা গ্রেফতারি পরোয়ানার আসামি। তাদের দু’জনের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন